ইম্মানুয়েল এলো Immanuel Elo Lyrics - Shukriya The Band
ইম্মানুয়েল এলো Immanuel Elo Lyrics - Shukriya The Band
Lyrics :
এসেছে আলোর দেশের আলো এ ধরার বুকে
খবর দিতে দূতদল স্বর্গ থেকে নেমেছে
তার নামে খুশির জোয়ার
তার নামে কাটলো সকল আঁধার
বেথলেহেমেতে দায়ূদের নগরে
উঠেছে তারা হয়ে বারতা ওই দূর গগন মাঝে
আগমনীর গান ঘুচায় ম্লান সবারই মনে
অন্তরা 1
পাপীর তরে প্রেমের রাজা
শিশু বেশে এসেছে
মরিয়মের কোলে দেখো
পরিত্রাতা হেসেছে
যত ভাববাণী
তার আসার বাণী
হলো দেখো সব সত্যি
ফুটলো হাসি রাখাল মুখে দূতগণ খবর দিলে
আগমনীর গান ঘুচায় ম্লান সবারই মনে
অন্তরা 2
উচ্চ ধ্বনি ঊর্ধ্ব লোকে
শান্তি এ পৃথিবীতে
বলছে হাওয়া ওই দূতেরা
আনন্দ জগৎ জুড়ে
তারা দিশা দিলো
সে পথ দেখালো
পন্ডিতেরা আসলো
ভাঙলো শিকল হলো নির্মল ইম্মানুয়েল নামে
আগমনীর গান ঘুচায় ম্লান সবারই মনে
Song : Immanuel Elo
Singer : Avishek Naru , Piyali Das , Dina D
Composition : S Gopal Moyra & Avishek Naru
Lyrics : S Gopal Moyra
ইম্মানুয়েল এলো Immanuel Elo Song - Shukriya The Band

Social Plugin